গৌরীপুর ইউনিয়নে নৌকার পালে হাওয়া, উঠান বৈঠকে জনতার ঢল


admin. প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২১, ৮:০০ অপরাহ্ণ /
গৌরীপুর ইউনিয়নে নৌকার পালে হাওয়া, উঠান বৈঠকে জনতার ঢল

স্টাফ রিপোর্টার ॥
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নে সাধারণ মানুষের আস্থা-ভালোবাসায় সিক্ত হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার মাঝি চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ নোমান মিয়া। অসংখ্য নেতা-কর্মী-সমর্থক নিয়ে গণসংযোগের সময় ভোটারদের স্বতঃস্ফূর্ত অভিব্যক্তিতে এই আস্থা ভালোবাসার ছবি পাওয়া যায়। তরুণ-যুবকরা হাত ধরে আর বয়েসী প্রবীণরা মাথায় হাত রেখে নৌকার মাঝি নোমান মিয়াকে আর্শীবাদ করছেন। এমন আবেগময় দৃশ্য প্রতিদিন দেখা যায়। নৌকার নির্বাচনী উঠান বৈঠকগুলোতে নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মতো।

মঙ্গলবার ইউনিয়নের রামনগর, ওলানপাড়া, গৌরীপুর গ্রামের অলি-গলি, পাড়া মহল্লায় গণসংযোগ, প্রচারণা শেষে সন্ধ্যায় গৌরীপুর পুর্ব সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠকের আয়োজন করে।
গৌরীপুর গ্রামের প্রবীন সমাজসেবক নুরু মিয়া প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অবঃ) মোহাম্মদ আলী বলেন, নৌকা প্রতীক কোন ব্যক্তি বিশেষের নয়, এই প্রতীক জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতীক, এই প্রতীক শেখ হাসিনার প্রতীক। নোমান সরকার যোগ্য প্রার্থী বলেই জননেত্রী শেখ হাসিনা তাকে মনোনীত করে নৌকা প্রতীক দিয়েছেন। নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করবেন, আমার কাছ থেকে উন্নয়ন বুঝে নিবেন। উপজেলা যুবলীগ নেতা ইসমাইল হোসেন এর সঞ্চালনায় বক্তব্য কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্নসাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ, দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ আহসান হাবীব চৌধুরী লীল মিয়া, সহসভাপতি হাবিবুর রহমান হাবিব, যুগ্নসাধারণ সম্পাদক ভিপি সালাউদ্দিন রিপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগ সভাপতি তারিকুল ইসলাম নয়ন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য যায়েদ আহম্মেদ জুলহাস, উপজেলা শ্রমিকলীগের সভাপতি রকিব উদ্দিন রকিব, সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন, গৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ সরকার, গৌরীপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক মমিনুল হক, যুগ্ন আহবায়ক আরিফুল ইসলাম বাবুল ও দোলন পারভেজসহ ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীসহ যুবলীগ ছাত্রলীগ, শ্রমিকলীগ ও মৎস্যজীবি লীগের নেতা কর্মীরাও বক্তব্য রাখেন।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নোমান মিয়া বলেন, বিগত সময়ে গৌরীপুর বাজারসহ ইউনিয়নে ব্যাপক উন্নয়নের কাজ করেছি। দুই বছর আগেও গৌরীপুর বাজারে বর্ষায় পানি জমে জলাবদ্ধতা লেগে থাকতো, মাননীয় এমপি মেজর জেনারেল(অবঃ) সুবিদ আলী ভূইয়া স্যার এবং উপজেলা চেয়ারম্যান মেজর(অবঃ) মোহাম্মদ আলী ভাইয়ের সুদৃষ্টিতে ড্রেনেজ ব্যবস্থাসহ সড়কগুলো পাকা এবং প্রশস্তকরণ করা হয়েছে। মহামারি করোনার সময় প্রতিটি ওয়ার্ডের মানুষের খোঁজ-খবর নিয়েছি ।

শেয়ার করুন