দাউদকান্দির ৪৮টি পূজামন্ডব থাকবে আইপি ক্যামেরার আওতায়


admin. প্রকাশের সময় : অক্টোবর ১৬, ২০২৩, ১২:১৭ অপরাহ্ণ /
দাউদকান্দির ৪৮টি পূজামন্ডব থাকবে আইপি ক্যামেরার আওতায়

স্টাফ রিপোর্টার,
কুমিল্লার দাউদকান্দিতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইন শৃঙ্খলা সমুন্নত রাখার জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যা ৬টায় দাউদকান্দি মডেল থানার আয়োজনে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার) বলেন, এদেশে সকল ধর্ম বর্ণের লোকজন একসাথে স্বাধীনভাবে বসবাস করবে, অসাম্প্রদায়িক চেতনা নিয়ে বঙ্গবন্ধুর ডাকে কৃষক, শ্রমিক, ছাত্র জনতা সবাই মিলে দেশটাকে স্বাধীন করেছে। সকল ধর্ম বর্ণের লোক একসাথে বসবাস করবে। ৭১ থেকে ৭৫ পর্যন্ত বঙ্গবন্ধুর শাষণামলে সেরকম কিছু হয়নি। তারপর থেকে পরবর্তীতে বিভিন্ন প্রেক্ষাপটে পটপরিবর্তন হয়েছে। প্রতিক্রিয়াশীল শক্তি বিভিন্নভাবে রাষ্ট্র ক্ষমতায় এসেছে, ধর্মকে রাজনীতিতে ব্যবহার করেছে। এতে বিভিন্ন সময় বিচ্ছিন্নভাবে অনাকাঙ্খিত ঘটনার মুখপেক্ষি হতে হয়েছে। আর  শারদীয় দুর্গোৎসব নিয়ে বিভিন্ন সময় দেশে বিচ্ছিন্ন ঘটনাও ঘটেছে। এই বিচ্ছিন্ন ঘটনাগুলো যারা ঘটায়ে সাম্প্রদায়ীক সম্প্রীতি নষ্ট করছে, তারা সংখ্যায় কিন্তু বেশি না। গুজবের মাধ্যমে তারা সাম্প্রদায়ীক সম্প্রীতি নষ্ট করতে চায় বা করে।  এদের প্রতিহত করতে সবাইকে গুজবের বিষয়ে সচেতন হতে হবে।
কোন রকম গুজবে কান না দেয়ার আহবান জানিয়ে পুলিশ সুপার বলেন, চিলে কান নিয়ে গেছে একথা শুনে চিলের পিছনে দৌড়ানোর আগে কানে হাত দিয়ে দেখতে হবে আপনার কান আছে কিনা। আর এখন গুজব ছড়ায় ফেসবুকের মাধ্যমে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কোন ঘটনা বা লেখা দেখে আগে যাচাই করতে হবে ঘটনাটি সত্য না মিথ্যা।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) এনায়েত কবীর সোয়েব এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, দাউদকান্দি পৌর মেয়র নাইম ইউসুফ সেইন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী মোঃ মতিউর ইসলাম। সভায় স্বাগত বক্তব্যে দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ মোজাম্মেল হক বলেন,  এবার দাউদকান্দি উপজেলার ৪৮টি মন্ডবে পূজা উদযাপিত হবে। প্রতিটি পূজা মন্ডবকে আইপি ক্যামেরার আওতায় আনা হয়েছে। শারদীয় উৎসবকে কেন্দ্র করে কোন প্রকার গুজবে কান না দেয়ার অনুরোধ করেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. আহসান হাবীব চৌধুরী লিল মিয়া, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাসুদেব ঘোষ, সাধারণ সম্পাদক প্রাণ কৃষ্ণ আচার্য, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ তারিকুল ইসলাম নয়ন, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান, জেলা পরিষদ সদস্য জেবুন নেছা জেবু, দাউদকান্দি প্রেস ক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান, দাউদকান্দি পৌর প্যানেল মেয়র মোঃ রকিব উদ্দিন, গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নোমান মিয়া সরকারসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, সাংবাদিক, মসজিদের ঈমাম এবং পূজামন্ডব কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকগণ।

শেয়ার করুন