এসএসসির প্রথম দিনে দাউদকান্দিতে অনুপস্থিত-১২৫ শিক্ষার্থী


admin. প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০২২, ৮:০৮ অপরাহ্ণ /
এসএসসির প্রথম দিনে দাউদকান্দিতে অনুপস্থিত-১২৫ শিক্ষার্থী

॥ স্টাফ রিপোর্টার ॥
দাউদকান্দিতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন ১২৫ শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি । উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবার দাউদকান্দিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট(এসএসসি) ও সমমানের পরীক্ষায় ছয় হাজার ১০৯জন পরীক্ষার্থী অংশগ্রহন করার কথা ছিলো। দাউদকান্দির ১১টি কেন্দ্রে এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় ৬ হাজার ১০৯ শিক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিলো। কিন্তু প্রথম দিন এসএসসি’র ৬৬জন, এসএসসি ভোকেশনালের ৪জন ও দাখিলের ৫৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। এরমধ্যে বেগম আমেনা সুলতান সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে-২১জন, গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয় কেন্দ্রে-৫জন, জুরানপুর করিমসুন্নেছা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে-৩জন, বরকোটা স্কুল এন্ড কলেজ কেন্দ্রে-১৪জন ও পাঁচগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে-৭জন, দাখিলে দাউদকান্দি মদিনাতুল উলুম ফাজিল মাদরাসা কেন্দ্রে-১৮জন, সিঙ্গুলা ইসলামিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে-১২জন, জুরানপুর মদিনাতুল উলুম আলিম মাদরাসা কেন্দ্রে-২৫জন, এবং ভোকেশনালে দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ে-৩ ও জুরানপুর করিমুন্নেছা উচ্ বিদ্যালয়ে-১জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

শেয়ার করুন