জাতীয় শোক দিবস পালনে জেলা ছাত্রলীগের প্রস্তুতিমূলক সভা


admin. প্রকাশের সময় : আগস্ট ১৩, ২০২২, ৯:৫৯ অপরাহ্ণ /
জাতীয় শোক দিবস পালনে জেলা ছাত্রলীগের প্রস্তুতিমূলক সভা

॥ স্টাফ রিপোর্টার ॥
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবস পালনের জন্য প্রস্তুতি সভা সম্পন্ন করেছে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ।
শনিবার (১৩ আগস্ট) দুপুরে দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতিমূলক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা ছাত্রলীগের নতুন কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অবঃ) মোহাম্মদ আলী সুমন।
সভায় জাতীয় শোক দিবস পালন উপলক্ষে জেলা ছাত্রলীগ রক্তদান কর্মসূচী, মিলাদ মাহফিল, নিন্মœ আয়ের মানুষের সহায়তা প্রদানসহ শোকের মাসব্যাপী অন্যান্য কার্যক্রম হাতে নিয়েছে।
জেলা ছাত্রলীগের সভাপতি মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল জানান, দীর্ঘ ৭ বছর পর জেলা ছাত্রলীগের নতুন কমিটি আসায় আমরা নতুন উদ্যমে আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করতে যাচ্ছি। বিভিন্ন উপজেলা, পৌরসভা ও কলেজ কমিটির নেতা-কর্মীদের নিয়ে আমরা বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছি। আশা করি সুন্দরভাবে সকল আয়োজন সম্পন্ন করতে পারব আমরা।
দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অবঃ) মোহাম্মদ আলী সুমন বলেন, বিভিন্ন কর্মসূচী পালনের মাধ্যমে জাতির পিতার নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ তথা কুমিল্লা উত্তরের প্রতিটি কর্মী বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। আর ছাত্রলীগ হলো আওয়ামীলীগ তথা জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করে যাচ্ছে। অতীতের মতো দেশের যে কোন দুর্যোগে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগকে জনগণের পাশে থাকার আহবান জানান।

শেয়ার করুন