মেঘনা উপজেলার প্রতিষ্টা বার্ষিকী পালন


admin. প্রকাশের সময় : আগস্ট ২৬, ২০২১, ৮:২৭ অপরাহ্ণ /
মেঘনা উপজেলার  প্রতিষ্টা বার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার,
কুমিল্লার মেঘনা উপজেলার ২৪তম প্রতিষ্টা বার্ষিকী পালন করেছে উপজেলাবাসী। মেঘনা উপজেলা বাস্তবায়ন পরিষদ ও উপজেলা আওয়ামীলীগের যৌথ আয়োজনে বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিষ্টা বার্ষিকী পালিত হয় । সকাল সাড়ে ৯টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন, মেঘনা উপজেলা বাস্তবায়ন পরিষদ ও মেঘনা উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ শফিকুল আলম, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, উপজেলা মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা আবদুল গাফফার হাউদ,সফিকুর রহমান মাষ্টার,ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম মৃধা, এমরান হোসেন আকাশ, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, মাইন উদ্দিন মুন্সী (তপন) চেয়ারম্যান , বাতেন চেয়ারম্যান , হুমায়ুন কবির মৃধা, রফিকুল ইসলাম, রফিকুল ইসলাম মোল্লা,মোঃ জালাল উদ্দিন মেম্বার, রবিন ইসলাম, শাকিল আহমেদ, মহিউদ্দিন শাহরিয়ার সহ বিভিন্ন পেশার লোকজন এবং প্রাথমিক শিক্ষক পরিবার, দলিল লিখক সমিতি, মেঘনা উপজেলা স্কাউট দলসহ উপজেলার বিভিন্ন পেশাজীবি সংগঠনও অংশ গ্রহন করেন।

উল্লেখ্য যে, ১৯৯৮ সালের ২৬ আগষ্ট দাউদকান্দির ৩টি এবং হোমনা উপজেলার ৪টি ইউনিয়ন নিয়ে এই উপজেলা গঠিত হয়।  পরবর্তীতে একটি ইউনিয়ন ভেঙ্গে দু’টি করা হয়েছে। উপজেলাটি মেঘনা নদী বেষ্টিত হওয়ায় নদীর নাম অনুসারে মেঘনা উপজেলা নামকরণ করা হয়।

শেয়ার করুন