স্টাফ রিপোর্টার,
সরাসরি ভোটে কুমিল্লার দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন হয়েছে। বৃহস্পতিবার(৩১মার্চ) অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে এ নির্বাচন। এর আগে দুইবার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হলেও এবার শান্তিপূর্ণ পরিবেশে সরাসরি ভোট দিয়েছেন অভিভাবকরা।
বিদ্যালয় সূত্রে জানা যায়, অভিভাবকদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বৃহস্পতিবার উপজেলার দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়। উক্ত ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এর মধ্যে ৪ জন বিজয়ী হয়েছেন। এদের মধ্যে মো. মনির হোসেন ৮৫৭ভোট পেয়ে প্রথম হন। কবির খন্দকার ৬৯৮ ভোট পেয়ে দ্বিতীয় হন। মোঃ ফকরুল আলম সরকার ৬৪৭ ভোট পেয়ে তৃতীয় ও মেহেদি হাসান টিপু ৫২৫ ভোট পেয়ে চতুর্থ হন।
নির্বাচনকে সুষ্ট করার লক্ষে আইন শৃঙ্খলা বাহিনীসহ সার্বক্ষনিক দায়িত্বে ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সুকান্ত সাহা। প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আল আমিন। এদিকে নির্বাচিত অভিভাবক সদস্যদের অভিনন্দন জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মেজর জেনারেল(অবঃ) সুবিদ আলী ভ’ইয়া, বাংলাদেশ আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আব্দুস সবুর, উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অবঃ) মোহাম্মদ আলী ও পৌর মেয়র নাইম ইউসুফ সেইন।
আপনার মতামত লিখুন :