পদ্মা সেতুর উদ্বোধনে দাউদকান্দিতে আনন্দ মিছিল


admin. প্রকাশের সময় : জুন ২৫, ২০২২, ৩:০৭ অপরাহ্ণ /
পদ্মা সেতুর উদ্বোধনে দাউদকান্দিতে আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার্,

দেশ ও জাতির স্বপ্ন সম্ভবের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে কুমিল্লার দাউদকান্দিতে আনন্দ মিছিল হয়েছে। উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে শনিবার সকাল সাড়ে ৯টায় বের হওয়া আনন্দ মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে এ আনন্দ মিছিল শেষ হয়। আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অবঃ) মোহাম্মদ আলী সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিনুল হাসান, জেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আহসান হাবীব চৌধুরী লীল মিয়া, সহসভাপতি হাবিবুর রহমান, ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন ও বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা। এছাড়া বিভিন্ন শ্রেণির পেশার লোকজনও অংশ নেন এ আনন্দ মিছিলে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বড় পর্দায় লাইভে উদ্বোধনী অনুষ্টান প্রচার শেষে সাংস্কৃতিক অনুষ্টান করা হয়।

শেয়ার করুন