কুমিল্লার বুড়িচংয়ে অস্ত্রসহ যুবক আটক


admin. প্রকাশের সময় : আগস্ট ১৭, ২০২১, ৩:৩৬ অপরাহ্ণ /
কুমিল্লার বুড়িচংয়ে অস্ত্রসহ যুবক আটক

সংবাদদাতা,
কুমিল্লার বুড়িচং উপজলোয় অস্ত্রসহ মাছুম(৩০) নামে এক যুবককে আটক করছেে র‌্যাব-১১ একটি দল। মঙ্গলবার(১৭ জুলাই) ভোর রাতে উপজলোর পশ্চিম সিংহ পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের আব্দুল হান্নান মেম্বারের ছেলে।
র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার পশ্চিম সিংহ পাড়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ০১টি এলজিসহ মাছুম নামে অস্ত্রধারী একজনকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হই।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ বুড়িচংসহ কুমিল্লার বিভিন্ন স্থানে নানা ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন