স্টাফ রিপোর্টার
দাউদকান্দিতে প্রচন্ড গরমে অসুস্থ তিনটি বিদ্যালয়ের ২৫ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । বুধবার (৭ জুন) সকাল সাড়ে ১০টা থেকে ১২টার মধ্যে উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়, চিনামূড়া উচ্চ বিদ্যালয় ও বিলকিছ মোশাররফ বালিকা বিদ্যালয়ে অর্ধবার্ষিকী পরীক্ষা চলাকালে তারা অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নিয়ে যান শিক্ষকরা।
এর আগে মঙ্গলবার(৬জুন) গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ে অসুস্থ হয়ে হাবিবা আক্তার (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
প্রচণ্ড গরমে কারনে আগামীকাল বৃহস্পতিবার দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক আজ বুধবার এ কথা জানান।
বিদ্যালয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার(৭জুন) থেকে গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হয়। প্রথম দিনে পরীক্ষা শুরু হওয়ার পর একদিকে প্রচন্ড গরম, এবং বিদ্যুৎ না থাকায় ৮ম শ্রেনীর দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে । পরে একে একে বিভিন্ন বিদ্যালয় থেকে ২৫ জন অসুস্থ শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা হয়।
অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীরা হলো গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির তাবাচ্ছুম আক্তার, সুমাইয়া আক্তার, সামিয়া আক্তার, তানিয়া আক্তার, মারিয়া আফরিন, সাইফুল ইসলাম, জাহিদ হাসান, তাওহিদ হাসান, অষ্টম শ্রেণির শিক্ষার্থী মায়মুনা আক্তার, তন্নীমা আক্তার, ফাহিয়া তাছিন, কারিমা আক্তার, কবিতা আক্তার, আমেনা আক্তার, চন্দ্রিমা রানী রায়, ফাতেমা আক্তার, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী জাকিয়া আক্তার, মালিহা আক্তার, গৌরীপুর বিলকিস মোশাররফ বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তনিমা আক্তার ও চিনামুড়া এল এন উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ইকরা আক্তার, খাদিজা আক্তার, নবম শ্রেণির শিক্ষার্থী ওহি ভূঁইয়া । তাদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সুস্থ হওয়ার পর ১৬ শিক্ষার্থীকে বাড়িতে পাঠানো হয়। অন্যদের চিকিৎসা–সেবা অব্যাহত রয়েছে।
কুমিল্লার সিভিল সার্জন নাছিমা আক্তার, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিনুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. তৌহিদ আল হাসান, সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউর রহমান, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আলমগীর ভূঞা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম ফজলুল হক, সহকারী শিক্ষা কর্মকর্তা বিল্লাল হোসেন মজুমদার, গৌরীপুর ইউপির চেয়ারম্যান মো. নোমান মিয়া সরকার, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. আসাদুজ্জামান, গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয় প্রধান শিক্ষক মো. সেলিম দ্রুত হাসপাতালে ছুটে আসেন এবং অসুস্থ শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা–সেবার ব্যবস্থা করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম ফজলুল হক বলেন, গতকাল মঙ্গলবার অসুস্থ হয়ে গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীর মারা যাওয়া এবং আজ অর্ধবার্ষিক পরীক্ষার প্রথম দিনের অসুস্থতার কথা জেলা শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. তৌহিদ আল হাসান বলেন, গরম ও পরীক্ষার চিন্তায় প্রথমে এক শিক্ষার্থী অসুস্থ হয়। পরে ওই শিক্ষার্থীর দেখাদেখি আতঙ্কে অন্য শিক্ষার্থীরা অসুস্থ হয়। অসুস্থ শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিনুল হাসান বলেন, গতকাল এক শিক্ষার্থীরা অসুস্থ হয়ে মারা যায়, আজ প্রায় ২০-২৫ জনের মতো শিক্ষার্থী অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন । কি কারনে তারা অসুস্থ হচ্ছেন চিকিৎসকরাই ভালো বলতে পারবেন ।
আপনার মতামত লিখুন :