দাউদকান্দির ৪৭টি মন্ডবে দুর্গোৎসবের প্রস্তুতি


admin. প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২৩, ৯:০৭ অপরাহ্ণ /
দাউদকান্দির ৪৭টি মন্ডবে দুর্গোৎসবের প্রস্তুতি

স্টাফ রিপোর্টার,
আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর করার লক্ষে কুমিল্লার দাউদকান্দিতে প্রশাসনের আয়োজনে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১০ অক্টোবর) বিকেলে উপজেলা উপজেলা পরিষদ মিলনায়তনে  এ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো.মহিনুল হাসানের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক বাসুদেব ঘোষ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এড,আহসান হাবিব চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন,  মডেল থানার অফিসার ইনচার্জ মো.মোজাম্মেল হক, হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো.জাহাঙ্গীর আলম, পৌরসভার প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিবসহ  পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এবছর দাউদকান্দি উপজেলার  ৪৭ টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজার দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন হয়েছে । আগামী ২৪ অক্টোবর বিজয়া দশমীর পর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের এ ধর্মীয় উৎসব শেষ হবে।
দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মহিনুল হাসান জানান, বাংলাদেশ সম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষের সম অধিকার রয়েছে।  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে সকল ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এ বছর দাউদকান্দির ৪৭ টি মন্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি মন্ডপে স্থানীয় সেচ্ছাসেবক, আনসার ও পুলিশ সদস্যদের মাধ্যমে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেয়ার করুন