তিতাস প্রতিনিধি
কুমিল্লার তিতাস উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সোহেল শিকদারের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে । আজ শুক্রবার(৯ জুন) সকাল ১০টায় তিতাস উপজেলা আওয়ামী লীগের ব্যানারে গৌরীপুর-হোমনা সড়কের গাজীপুে এলাকায় এ মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগ, মহিলালীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও বীর মুক্তিযোদ্ধাসহ কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন।
পরে গাজীপুর সরকারী কলেজ মাঠে অনুষ্টিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আ’লীগ সদস্য রাজা মিয়া সওদাগড়, তিতাস উপজেলা আ’লীগের সহ-সভাপতি শাহ আলম শান্তি, দপ্তর সম্পাদক মীর শওকত লিটন, সদস্য লেয়াকত আলী মেম্বার, রাজধানীর লালবাগ থানা ছাত্র লীগের সাবেক সভাপতি নূরে আলম জিকু, কড়িকান্দি সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূইয়া, তিতাস কঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোঃ মাহফুজ শিকদার, জেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক শের-ই-আলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মেহেরাব শিকদার সবুজ প্রমূখ ।
বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্রমূলকভাবে শাহিনুল ইসলাম সোহেল শিকদারকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। ওই মামলায় সোহেল শিকদার কারাগারে আছেন। মামলা থেকে অব্যহতি দিয়ে নিঃশর্ত মুক্তির দাবি জানান মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহনকারী বক্তারা
উল্লেখ্য, গত ৩০ এপ্রিল রাতে আলোচিত যুবলীগ নেতা জামাল হত্যা মামলায় কারাগারে আছেন সোহেল শিকদার। ওই মামলায় তাকে ৪ নম্বার আসামী করা হয়।
আপনার মতামত লিখুন :