স্টাফ রিপোর্টার,
পবিত্র ওমরা হজ পালনের উদ্দেশ্যে বৃহত্তর দাউদকান্দি বাসির কাছে ক্ষমা ও দোয়া চাইলেন দাউদকান্দি প্রেস ক্লাবের সহসভাপতি ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার দাউদকান্দি প্রতিনিধি মোঃ হানিফ খান ।
বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৬টায় সৌদি আরবের উদ্দেশ্যে স্ত্রীসহ তিনি রওয়ানা হবেন। পবিত্র ওমরা পালন শেষে সম্ভাব্য আগামী ৯ অক্টোবর দেশে ফিরবেন। সময়ের অভাবে অনেকের কাছেই তিনি সাক্ষাৎ করতে পারেননি বলে জানান।
সাংবাদিক হানিফ খান জানান, ইচ্ছে ছিল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাংখী সবার সাথে সাক্ষাৎ করে দোয়া চাইবো। ব্যস্ততা ও দৌড়াদৌড়ির কারণে তা আর সম্ভব হয়ে উঠেনি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমার মনোবাসনা মহান আল্লাহপাক পূরণ করেন। পবিত্র ওমরা পালন শেষে যেনো সুস্থ শরীরে দেশে ফিরে আসতে পারি।