প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার — সুবিদ আলী  ভূইয়া


admin. প্রকাশের সময় : মার্চ ৯, ২০২৩, ৮:১৯ অপরাহ্ণ /
প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার — সুবিদ আলী  ভূইয়া

স্টাফ রিপোর্টার,
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল অবঃ সুবিদ আলী ভূইয়া এমপি বলেছেন ডিজিটাল  ও স্মার্ট বাংলাদেশ গড়তে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কুমিল্লার দাউদকান্দি উপজেলার  প্রায় শতাধিক  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন  তিনি একথা বলেন।
বৃহস্পতিবার বেলা ১১টায় সুন্দলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে   ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে  তিনি আরো বলেন, সরকার   প্রতিটি প্রাথমিক বিদ্যালয়কে ডিজিটাল ও মাল্টিমিডিয়ার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে।
প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে  বিশেষ অবদানের জন্য দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর অবঃ মোহাম্মদ আলী  সারাদেশের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ভূষিত হওয়ায় অভিনন্দন জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিনুল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামাল উদ্দিন আহম্মদ, দেশসেরা উপজেলা চেয়ারম্যান মেজর অবঃ মোহাম্মদ আলী সুমন , জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল  মান্নান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, সুন্দলপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আসলাম মিয়াজি,  সাবেক চেয়ারম্যান মাসুদ আলম, প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুকবুল হোসেন প্রমুখ। পরে প্রধান অতিথি ৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের হাতে ল্যাপটপ তুলে।

শেয়ার করুন