পাঁচগাছিয়া ইউনিয়নে চশমা মার্কার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোশাররফ হোসেনের ওঠান বৈঠক অনুষ্ঠিত


admin. প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২১, ১১:০৫ অপরাহ্ণ /
পাঁচগাছিয়া ইউনিয়নে চশমা মার্কার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোশাররফ হোসেনের ওঠান বৈঠক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥
আসন্ন দাউদকান্দি উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর রবিবার। এ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন সাবেক ছাত্রলীগ নেতা, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক মোশাররফ হোসেন। তার নির্বাচনী প্রতীক চশমা। ইউনিয়নের ৯টি ওয়ার্ডে কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে তার কর্মি সমর্থকরা দিন রাত গণসংযোগ, ওঠান, বৈঠক অব্যাহত রেখেছেন। মোশাররফ হোসেন ওনার পক্ষে তার কর্মিসমার্থক ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর কারণে তার জনপ্রিয়তা বেড়ে চলছে। মোশাররফ হোসেনের ওঠান, বৈঠক কর্মিসভার ধারাবাহিকতায় রবিবার বিকালে পাঁচগাছিয়া ইউনিয়নের ঠেঁটালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিশাল ওঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ওঠান বৈঠকে সভাপতিত্ব করেন রাজনীতিবিদ সমাজসেবক সেবক বীর মুক্তিযোদ্ধা মিনাল কান্দি তালুকদার,। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোশাররফ হোসেন বলেন, আপনারা দেখেছেন আমি পূর্বে পাঁচগাছিয়া ইউনিয়নে বহু সামাজিক কাজ করেছি। পাঁচগাছিয়া উন্নয়নের স্বার্থে এবং অবহেলিত পাঁচগাছিয়া ইউনিয়নকে ডিজিটাল আধুনিক ইউনিয়ন করার লক্ষে আমাকে যদি নির্বাচিত করেন আমি আপনাদের সঙ্গে নিয়ে এ ইউনিয়নকে এগিয়ে নিয়ে যেতে চাই। মোশাররফ হোসেন জনপ্রতিনিধি না হয়েও বিগত পাঁচগাছিয়া ইউনিয়নে মাটির রাস্তা করেছেন, দিয়েছেন মসজিদ,মাদ্রাসায় অনুদান। বিগত করোনা ভাইরাসের মহামারির সময়ে তার ইউনিয়ন সহ তার আশাপাশের হত দরিদ্র ১০ হাজার পরিবারকে দিয়েছেন খাদ্য সহায়তা। তার মত উদার মনের অধিকারী নির্বীক সমাজসেবক ব্যক্তিকেই পাঁচগাছিয়া ইউনিয়নের সচেতন ব্যক্তিরা চেয়ারম্যান হিসাবে পেতে চায়।

এদিকে নির্বাচনের দিন তারিখ যতই ঘনিয়ে আসছে চশমা মার্কার জনপ্রিয়তা ততই বেড়ে চলছে বলে স্থানীয়রা জানান। এ ইউনিয়নের সচেতন ভোটাররা মনে করেন অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে মোশাররফ হোসেন চশমা মার্কা নিয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হবেন। এ সময় বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান শাহজান সর্দার, ব্যবসায়ী আলমগীর হোসেন, সিরাজ মিয়াজী, রফিকুল ইসলাম, পরিমল চন্দ্র দাস ও দাউদকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক এনামুল হক ছাড়াও আরো গণম্যান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন