পদ্মা সেতু গর্ব , অহঙ্কার, সক্ষমতা ও মর্যাদার প্রতীক: –প্রধানমন্ত্রী


admin. প্রকাশের সময় : জুন ২৫, ২০২২, ২:২১ অপরাহ্ণ /
পদ্মা সেতু গর্ব , অহঙ্কার, সক্ষমতা ও মর্যাদার প্রতীক: –প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার,

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতু আমাদের গর্ব, অহঙ্কার, সক্ষমতা ও মর্যাদার প্রতীক। অনেক বাধা-বিপত্তি উপেক্ষা করে আর ষড়যন্ত্রের জাল ছিন্ন করে প্রমত্তা পদ্মার বুকে আজ বহু-কাঙ্ক্ষিত সেতু দাঁড়িয়ে গেছে।

আজ শনিবার (২৫ জুন) মাওয়ায় পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, এই সেতু বাংলাদেশের জনগণের। এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের আবেগ, আমাদের সৃজনশীলতা, আমাদের সাহসিকতা, সহনশীলতা আর জেদ।

পদ্মা সেতু নির্মাণের সময় যাদের বাড়িঘর ও জমিজমা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পদ্মা সেতুর দুই প্রান্তের অধিবাসীদের যাদের জমিজমা ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের এই ত্যাগ ও সহযোগিতা জাতি চিরদিন স্মরণ রাখবে।

তিনি বলেন, দেশের জনগণই আমার সাহসের ঠিকানা, তাদের স্যালুট জানাই। জাতির পিতার আরাধ্য সুখী-সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়েই আমি কাজ করে যাচ্ছি। আজকে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে সামিল হয়েছে। এখন মাথাপিছু আয় দুই হাজার ৫৯৪ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। তিনি বলেন, আসুন, পদ্মা সেতুর উদ্বোধনের এই ঐতিহাসিক দিনে যে যার অবস্থান থেকে দেশ এবং দেশের মানুষের কল্যাণে কাজ করার শপথ করি।

 

শেয়ার করুন