দাউদকান্দিতে জাতীয় দুর্যোগ দিবস পালন


admin. প্রকাশের সময় : মার্চ ১০, ২০২২, ২:৩২ অপরাহ্ণ /
দাউদকান্দিতে জাতীয় দুর্যোগ দিবস পালন

॥ স্টাফ রিপোর্টার ॥
“মুজিববর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার দাউদকান্দিতে নানা কর্মসূচিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে কর্মসূচিতে ছিল র‌্যালী ও দুর্যোগ প্রশমনে প্রস্তুতিমূলক আলোচনা সভা।

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালী বের হয়ে পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকতর্তা মোঃ কামরুল ইসলাম খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আহসান উল্লাহ, উপসহকারী প্রকৌশলী হানিফ মিয়া, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার(ভারপ্রাপ্ত) ছিদ্দিকুর রহমান, দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন ও উপজেলা মৎস্য কর্মকর্তা সাবিনা ইয়াসমিনসহ দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, এনজিও কর্মী, স্কাউট, গার্ল ইন স্কাউটসহ সরকারি ও বেসরকারি বিভাগের কর্মকর্তারা র‌্যালীতে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন