তিতাসে নির্বাচিত চেয়ারম্যানকে দুধ দিয়ে গোসল করালেন গ্রামবাসী


admin. প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২১, ১১:০৩ অপরাহ্ণ /
তিতাসে নির্বাচিত চেয়ারম্যানকে  দুধ দিয়ে গোসল করালেন গ্রামবাসী

স্টাফ রিপোর্টার,
দ্বিতীয়বার নির্বাচিত হওয়ায় চেয়ারম্যানকে দুধ দিয়ে গোসল করালেন গ্রামবাসী। কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের দক্ষিন আকালিয়া গ্রামে শুক্রবার বিকালে ধান-দুর্বা, ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি মিষ্টিমুখ ও রং খেলায় মেতে উঠেন গ্রামের প্রবীণ নারীরা। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক চেয়ারম্যান নুরনবী দক্ষিন আকালিয়া গ্রামের সন্তান।
দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তিতাসের বলরামপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন মো. নুরনবী। প্রথম দিকে নির্বাচনী মাঠ তার অনুকুলে থাকলেও স্থানীয় রাজনৈতিক মত-বিরোধের কারণে তা ক্রমশ জটিল হতে থাকে। অবশেষে বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে তিনি দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান পদে বিজয়ী হন। মো. নুরনবীর প্রাপ্ত ভোট ৭হাজার ৩শ ৯৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আনারস প্রতীকে মো. আতিকুর রহমান পেয়েছেন ৩হাজার ১৫ ভোট।

দক্ষিণ আকালিয়া গ্রামের মিনু বেগম (৫০), জয়তুন বিবি(৬২) বলেন, নুরনবী আমাদের গ্রামের সন্তান, চেয়ারম্যানের মা বেচে থাকলে যা করতো আমরা তা করেছি। আল্লাহ চেয়ারম্যানকে নেক হায়াত দান করুক।
নুরনবী চেয়ারম্যান বলেন, চেয়ারম্যান থাকাকালিন গত সাড়ে পাঁচ বছর বলরামপুর ইউনিয়নের মানুষের জন্য কাজ করেছি বলেই সকল ষড়যন্ত্রকে পিছনে ফেলে জনগণ তাদের মুল্যবান ভোটে আমাকে নির্বাচিত করেছে। আমি ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি।

শেয়ার করুন