কদমতুলি ও বাহেরচর সেতু নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করলেন সুবিদ আলী ভূইয়া এমপি


admin. প্রকাশের সময় : আগস্ট ১৭, ২০২২, ৮:৪৫ অপরাহ্ণ /
কদমতুলি ও বাহেরচর সেতু নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করলেন সুবিদ আলী ভূইয়া এমপি

স্টাফ রিপোর্টার,
কুমিল্লার দাউদকান্দি উপজেলার নদীবেষ্টিত প্রত্যন্ত অঞ্চলের মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন দাউদকান্দি – বাতাকান্দি ভায়া মোহাম্মদপুর লঞ্চঘাট সড়কে গোমতী নদীর উপর নির্মাণাধীন সেতুর কাজ পরিদর্শন করেন কুমিল্লা -১আসনের এমপি মেজর জেনারেল(অবঃ)সুবিদ আলী ভূইয়া। বুধবার দুপুরে উপজেলা সদর উত্তর ইউনিয়নে গোমতী নদীর উপর ৬৬ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে ৫৭০ মিটার এবং সতানন্দি খালের উপর ১৮ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে ৯৬মিটার সেতু দু’টির নির্মাণাধীন কাজ সরেজমিনে পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে সুবিদ আলী ভূইয়া সাংবাদিকদের বলেন, নদীবেষ্টিত দাউদকান্দির এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্নের সেতু আজ নির্মাণাধীন। এ অঞ্চলের মানুষের যোগাযোগের উন্নয়নে সড়ক নির্মাণ কাজ চলছে। আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রতিটি অঞ্চলে ছোঁয়া লেগেছে। দেশ এবং জনগণের প্রতি প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক হওয়ায় অবহেলিত দাউদকান্দি উত্তরের প্রতিটি ঘর আজ বিদ্যুতের আলোতে আলোকিত।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) জিয়াউর রহমান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ আফসার হোসেন খন্দকার, কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ আব্দুস সালাম, ভাইস-চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, সদর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান শাহীন, প্যানেল মেয়র রকিবউদ্দীন রকিব, উপজেলা মহিলা লীগের সভাপতি জেবুন্নেসা জেবু, সাধারণ সম্পাদক লায়লা হাসান, উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি সোহেল রানাসহ স্থানীয় নেতা-কর্মীরা।
বহুল প্রত্যাশিত বাহেরচর সেতু নির্মিত হলে যোগাযোগ ব্যবস্থায় প্রভূত উন্নতিসহ গোমতী নদী বিভক্ত উপজেলার সদর উত্তর ইউনিয়নের কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের কষ্ট-দুর্ভোগ লাঘব হবে। পাশাপাশি এ উপজেলার সঙ্গে তিতাস ও মেঘনা উপজেলার যোগাযোগ সহজ হবে ও দূরত্ব কমে আসবে।

শেয়ার করুন