অবহেলিত দৌলতপুরকে আধুনিক ও সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করিয়েছি—মঈন চৌধুরী


admin. প্রকাশের সময় : ডিসেম্বর ২২, ২০২২, ৮:৩৮ অপরাহ্ণ /
অবহেলিত দৌলতপুরকে আধুনিক ও সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করিয়েছি—মঈন চৌধুরী

স্টাফ রিপোর্টার,

আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের প্রচার-প্রচারণায় জমজমাট হয়ে উঠেছে এলাকা। তবে নৌকার প্রার্থীর চেয়ে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। নির্বাচনি প্রচারণা ঘিরে বৃহস্পতিবার  বিকালে দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে  উঠান বৈঠকে স্বতন্ত্র প্রার্থী মঈন চৌধুরীর ঘোড়া মার্কার পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে।

এসময় মঈন চৌধুরী বলেন,  দৌলতপুরে ঘোড়া মার্কার জোয়ার দেখে প্রতিপক্ষ প্রার্থীর লোকজনরা আমার কর্মীদের হুমকি ধামকি দিচ্ছেন। গত নির্বাচনেও এরকম হুমকি দিয়ে আমাকে ঠেকাতে পারেনি, এর কারণ দৌলতপুরবাসী আমার সাথে ছিলেন, এখনো আছেন। তিনি বলেন, দৌলতপুর একটি অবহেলিত ইউনিয়ন ছিল। গত পাঁচ বছরে ইউনিয়নের বিভিন্ন গ্রামে উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক ও সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করিয়েছি। দৌলতপুরবাসী উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবার আমাকে নির্বাচিত করবে ইনশাল্লাহ।

শেয়ার করুন