স্টাফ রিপোর্টার,
৫০তম জাতীয় স্কুল মাদ্রাসা কাবাডি প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে দাউদকান্দি উপজেলা কাবাডি দল
চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় সিলেট জেলা স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্টিত হয়।
এবার ” তোমরা এগিয়ে গেলেই এগিয়ে যাবে বাংলাদেশ” এ স্লোগান নিয়ে দেশের সকল স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের (ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত) ছাত্র ও ছাত্রীদের অংশগ্রহনে এ বছর ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, দাবা ও সাঁতার নিয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতাটির ৫০তম আসর।
গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সবগুলো ইভেন্ট মিলিয়ে প্রায় চার লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। তাদের মধ্যে সব চেয়ে বেশি অংশগ্রহণকারী ফুটবলে, যা প্রায় দুই লাখ। কাবাডি ও হ্যান্ডবলে প্রায় সত্তর হাজার।
দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খোরশেদ আলম টাইগার জানান, সারাদেশের খেলোয়াড়দের চারটি অঞ্চলে ভাগ করা হয়েছে। (১) বকুল অঞ্চল (চট্টগ্রাম, সিলেট ও কুমিলা), তাদের জার্সির রং সবুজ (২) গোলাপ অঞ্চল (খুলনা, বরিশাল), তাদের জার্সি রং বেগুনী (৩) পদ্ম অঞ্চল (ঢাকা, ময়মনসিংহ), তাদের জার্সি রং নীল (৪) চাঁপা অঞ্চল (রাজশাহী, রংপুর), তাদের জার্সি রং লাল। আমরা চাপা অঞ্চলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অজর্ন করতে সক্ষম হয়েছি।
এদিকে ৫০তম জাতীয় স্কুল মাদ্রাসা কাবাডি প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় দাউদকান্দি উপজেলা কাবাডি দলকে অভিনন্দন জানিয়েছেন দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর অবঃ মোহাম্মদ আলী সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিনুল হাসান, দাউদকান্দি প্রেস ক্লাব সভাপতি হাবিবুর রহমান হাবিব।
আপনার মতামত লিখুন :