এম এ কাসেম,হোমনা
কুমিল্লার হোমনায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো মা ও শিশুর । শনিবার (৩জুন) বেলা ১১টায় হোমনা সরকারী ডিগ্রী কলেজ সড়কে অটোরিক্সা উল্টে ট্রাকের নিচে পরলে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে । নিহত ফেরদৌসি আক্তার (১৮) হোমনা গার্লস স্কুল মার্কেটের মানিক ডিজিটাল স্টুডিওর প্রতিষ্ঠাতা সজল সরকারের স্ত্রী এবং তার মেয়ে সাওদা (১০মাস)। পরিবার সূত্রে জানা যায়, হোমনা পূর্বপাড়া নিজ বাসা থেকে শ্রীমদ্দি বাপের বাড়ীতে যাওয়ার পথে কলেজ রোডের টিএনটি অফিসের সামনে অটোরিকশা উল্টে গেলে পিছন থেকে আসা চলন্ত ট্রাকের নিচে পরে শিশু মেয়ে সাওদা মৃত্যু বরণ করেন। পরে মেয়েকে কোলে নিয়েই মা ফেরদৌসী আক্তারের মৃত্যু হয়। হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক হারুন অর রশিদ জানান, হাসপাতালে আসার পূর্বেই ফেরদৌসী আক্তার ও সায়দা নামে দু’জনের মৃত্যু হয়।
আপনার মতামত লিখুন :