ডেস্ক নিউজঃ এটি কোন যাত্রীবাহি বাস নয়, এটি হল সিলেট সিটি কর্পোরেশনের স্কুল বাস। এ বাস দিয়ে স্কুলের ছাত্র-ছাত্রীদের আনা নেওয়ার কাজে ব্যবহার হওয়ার কথা থাকলেও প্রতিদিন টাকার বিনিময়ে সাধারণ যাত্রীদের আনা-নেওয়া করতে দেখা যাচ্ছে।
নগরীর বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধভাবে যাত্রী তুলে বাস চালক টাকা রোজগার করছেন। গতকাল সোমবার ছবিটি সিলেট নগরীর বন্দরবাজার থেকে তুলেছেন আমাদের প্রধান আলোকচিত্রী মো. একরাম হোসেন। –
সূত্রঃ নিউজমিরর