স্টাফ রিপোর্টার,
জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদ দাউদকান্দিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন সাংবাদিকরা। দাউদকান্দি প্রেস ক্লাবের আয়োজনে সোমবার(১৯জুন) বেলা ১১টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গৌরীপুর দাউদকান্দি প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।
দাউদকান্দি প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন হাজারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি হানিফ খান, বাসুদেব ঘোষ, ওমর ফারুক মিয়াজী, তিতাস প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কবির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আসলাম, আলী হোসেন বাবুল (যুগান্তর), শামীম রায়হান(জনকন্ঠ), দাউদকান্দি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, শহিদুল্লাহ সাদা(মানবকন্ঠ), কামরুল হক চৌধুরী(অবজারভার), মামুনুর রশিদ রুবেল(প্রতিদিনের বাংলাদেশ) মোঃ সেলিম মিয়া (ইনকিলাব), লিটন সরকার বাদল(এশিয়ান এইজ), শরীফ প্রধান(আলোকিত বাংলাদেশ), হোসাইন মোহাম্মদ দিদার (আমাদের নতুন সময়), সোহেল আহম্মেদ(আনন্দ টিভি),আবু কোরাইশ আপেল(বাংলা টিভি), মোঃ মনির হোসেন(গণমুক্তি), সাহাব উদ্দিন (মোহনা টিভি), বিল্লাল মোল্লা(প্রভাত), মোঃ ইব্রাহিম, ইদ্রিস বিন মাসুম, সাহাব উদ্দিন(কুমিল্লা২৪) প্রমূখ ।
এ সময় বক্তারা বলেন, সাংবাদিক নাদিম হত্যার মাস্টারমাইন্ড ইউপি চেয়ারম্যান বাবু ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়েছিলেন। কিন্তু সেই মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত তা খারিজ করে দেন। কিন্তু মামলা খারিজের কয়েক ঘণ্টার মধ্যেই চেয়ারম্যান বাবু নিজে উপস্থিত থেকে সাংবাদিক নাদিমকে নৃশংসভাবে হত্যা করে।
বক্তারা বলেন, সাংবাদিক নাদিম হত্যা মামলাটি বিশেষ আদালতে পাঠিয়ে দ্রুত সময়ে বিচার নিষ্পত্তির দাবি জানান।
বক্তারা আরো বলেন, ইতোমধ্যে নাদিম হত্যার মূলহোতা ও নির্দেশদাতা জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করায় প্রশাসনের প্রতি আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি।
এছাড়া মানববন্ধনে সামাজিক সংগঠন সৃষ্টির উপদেষ্টা ডাঃ মোজাম্মেল হোসেন, ইব্রাহিমসহ দাউদকান্দি ও তিতাস উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা অংশ নেন।
আপনার মতামত লিখুন :