স্টাফ রিপোর্টারঃ
দাউদকান্দির গৌরীপুর ইউপি চেয়ারম্যান আবুল হাসেম সরকার বলেন, আওয়ামীলীগ সরকার হলো গরীবের সরকার। গরীবের ভাগ্য উন্নয়নে এ সরকার কাজ করে যাচ্ছে। চলমান করোনা ভাইরাস দেশের একজন মানুষও যেন খাদ্য কষ্ট না পায় সেজন্য দলমত নির্বিশেষে তালিকা করে ঘরে ঘরে খাদ্য সামগ্রী দেয়া হ্েচ্ছ। করোনা পরবর্তী সময়ে ডিজিটাল পদ্ধতিতে রেশন কার্ড এর আদলে নগদ অর্থ সহায়তা দেয়ার কার্যক্রম শুরু করেছে সরকার।
মঙ্গলবার(১২ মে) দুপুরে কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর ইউনিয়ন পরিষদে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন দিনমজুর ও দুস্থ্য মানুষের মাঝে সরকারী ত্রাণ বিতরণকালে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকার তথা শেখ হাসিনা ক্ষমতায় থাকলে যে কোন প্রাকৃতিক দুর্যোগে দেশের কোন মানুষ না খেয়ে থাকবে না। শেখ হাসিনার নির্দেশে স্থানীয় জনপ্রতিনিধি এবং আওয়ামীলীগ নেতা কর্মীদেও মাধ্যমে অসহায়দের তালিকা করে বাড়ী বাড়ী খাদ্য সামগ্রী দেয়া হচ্ছে।
সোমবার ইলিয়টগঞ্জ দক্ষিন ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ দুইশত ২০ জন কর্মহীন পরিবারে দশ কেজি করে চাল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ বিল্লালুর রশিদ দোলন, উপজেলা যুবলীগ সদস্য কামরুল হাসান বাকিসহ ইউপি সদস্যরা। এছাড়া বিভিন্ন প্রতিষ্টান, সামাজিক সংগঠন ও ব্যাক্তি উদ্যোগে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।