স্টাফ রিপোর্টার
করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন অসহায় দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রীসহ খাদ্যপন্য বিতরণ করেছে রোটারী ক্লাব অব দাউদকান্দি। সোমবার উপজেলার গৌরীপুর বিলকিস মোশারফ বালিকা বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে তিন’শ ৫০জন কর্মহীন দরিদ্রদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
রোটারী ক্লাব অব দাউদকান্দির সভাপতি মোশারফ হোসেন হাজারীর সার্বিক তত্ত্বাবদানে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার(দাউদকান্দি সার্কেল) আবু সালাম চৌধুরী, গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাসেম সরকার, রোটাঃ আলহাজ্ব মোঃ কামাল উদ্দিন(ইলেক্ট প্রেসিডেন্ট),
গাজী মাজহারুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওয়াহিদুর রহমান, মোঃ সাজেদুল আলম সরকার (সাজু) ও গাজীপুর খান বহুমূখী মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক মোঃ শওকত হোসেন টুলু , বশির আহম্মেদ প্রমূখ।