তিতাস প্রতিনিধি
তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার জিয়ারকান্দি সেতুর উত্তর পাশে গৌরীপুর-হোমনা সড়কে এ কর্মসূচি পালিত হয়। এ সময় এলাকাবাসী যুবলীগ নেতা হত্যা মামলার আসামিদের ছবি সংবলিত ব্যানার-ফেস্টুন নিয়ে সড়ক অবরোধ করে।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য দেন নিহত যুবলীগ নেতার স্ত্রী পপি আক্তার, নিহতের ছোট ভাই কামাল হোসেন, তিতাস উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, বলরামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নুর নবী, সাতানী ইউপি চেয়ারম্যান সামছুল হক সরকার, আমির হোসেন, ফারুক হোসেন, মান্নান মুন্সি প্রমুখ।
গত ৩০ এপ্রিল রাতে দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজারে যুবলীগ নেতা মো. জামাল হোসেনকে (৪০) বোরকা পরিহিত তিন সন্ত্রাসী গুলি করে হত্যা করে। এ ঘটনার দুই দিন পর জামালের স্ত্রী পপি আক্তার বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ আরও সাত-আটজনকে অজ্ঞাত আসামি করে দাউদকান্দি থানায় হত্যা মামলা করেন। এই মামলায় বর্তমানে ১০ জন কারাগারে।
আপনার মতামত লিখুন :