স্টাফ রিপোর্টার,
তৃতীয় ধাপে ২৮ নভেম্বর ইউপি নির্বাচনকে ঘিরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে নৌকা প্রতীকের পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে পিপিয়াকান্দি বাজারে নির্বাচনী গনসংযোগ শেষে সংক্ষিপ্ত পথসভায় স্বাগত বক্তব্যে নৌকা প্রতীক মনোনীত প্রার্থী মোঃ দুলাল মিয়া বলেন, আমি নিতে আসিনি দিতে এসেছি। আমার জীবনে চাওয়া পাওয়া বলতে কিছুই নেই, আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছে।জনগণের জন্য ভালোভাবে কাজ করতে জনপ্রতিনিধির বিকল্প নেই, করোনাকালীন সময়ে সাধ্যমতো করেছি, যা কোন জনপ্রতিনিধিও করেনি। তাই মোহাম্মদপুরবাসীর সেবা করার জন্য আমি নির্বাচনে এসেছি, জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়ে পাঠিয়েছে। নৌকার সম্মানে আমাকে একবার সুযোগ দিন।
সভায় ফয়েজ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্নসাধারণ ভিপি সালাউদ্দিন রিপন, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মুক্তার হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য পলু নাগ, পিপিয়াকান্দি গ্রামের মুক্তিযোদ্ধা মতিউর রহমান, প্রফেসর ইসমাইল, রায়পুর গ্রামের ইসমাইল খান, আক্তার হোসেন প্রমূখ। বক্তারা বলেন, উন্নয়নের ধারা বজায় রাখতে নৌকা প্রতীকের বিকল্প নেই। দলের নির্দেশনা উপেক্ষা করে নির্বাচনে অংশগ্রহনকারি আওয়ামী লীগের কর্মী হতে পারেনা। জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীর নৌকা প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয় করার আহবান জানান।
আপনার মতামত লিখুন :