মেঘনা প্রতিনিধি
মুজিব শতবর্ষ উপলক্ষে শীতবস্ত্র বিতরণ করেছেন কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি জাকির হোসেন। শনিবার বিকালে উপজেলার মানিকারচর ইউনিয়নের নোয়াগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।
মানিকারচর ইউনিয়নের নোয়াগাও ওয়ার্ড মেম্বার আবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সুলতান আহম্মেদ, আওয়ামীলীগ নেতা নাসির উদ্দিন মুন্সি, মানিক ভুইয়া, অবসর প্রাপ্ত সৈনিক মানিক মিয়া, ওয়ার্ড যুবলীগ সভাপতি আলি মিয়া, সাধারণ সম্পাদক বাদল মিয়া প্রমূখ।
মানিকারচর ইউনিয়নের ১৯টি গ্রামের দুই হাজার মানুষকে কম্বল উপহার দিয়েছেন এই যুবলীগ নেতা। পর্যায়ক্রমে পুরো উপজেলায় শীতবস্ত্র বিতরণ করবেন বলে তিনি জানান।
জাকির হোসেন বলেন, ‘দুর্যোগ–দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের ঐতিহ্য। মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন এই প্রচণ্ড শীতে মানুষ যাতে কষ্ট না পায় সেজন্য তাদের পাশে দাঁড়াতে। করোনাকালীন সময়ে সাধ্যমতো কর্মহীনদের ঘরে ঘরে খাদ্য সামগ্রী দিয়েছি। আমি চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়াতে।