॥ স্টাফ রিপোর্টার ॥
কুমিল্লার মেঘনা উপজেলার রাধানগর ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় দুস্থ্য পরিবারের মাঝে নিজ অর্থায়নে শীতবস্ত্র বিতরণ করেছেন উপজেলা যুবলীগের সাবেক প্রতিষ্টাতা আহবায়ক চেয়ারম্যান প্রার্থী মজিবুর রহমান মজিব।
শুক্রবার বিকালে ইউনিয়নের লক্ষনখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে রাধানগর ইউনিয়নের দুই হাজার গরিব অসহায় শীতার্ত মানুষের হাতে প্রধান অতিথি দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অবঃ) মোহাম্মদ আলী সুমন শীতবস্ত্র তুলেদেন ।
এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডঃ আহসান হাবীব চৌধুরী, মেঘনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিলন সরকার, দাউদকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সভাপতি সোহেল রানা, মেঘনা উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল্লাহ আল বাকি শামীম, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্নআহবায়ক আবুল কাসেম ইটালি, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক হালিমা আক্তার, মানিকারচর ইউনিয়ন যুবলীগ সভাপতি মোহাম্মদ জাকির হোসেন প্রমূখ।