মেঘনা প্রতিনিধিঃ
কুমিল্লার মেঘনা উপজেলার পারারবন্ধ গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু-গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের ৬ জন আহত হয়েছে।
জানাযায়, উপজেলার রাধানগর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও হোমনা ডিগ্রিী কলেজ ছাত্র-সংসদের সাবেক জিএস মনিরুজ্জামানের সঙ্গে ওই ইউনিয়নের ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মজিবুর রহমানের কথা কাটাকাটির এক পর্যায়ে হামলা-পাল্টা হামলা হয়। এ হামলায় মনিরুজ্জামান পক্ষের ৫ জন ও মজিব পক্ষের একজন আহত হয়। হামলার ঘটনায় মেঘনা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মনিরুজ্জামান। তিনি জানান, ২৪ জুন রাতে হোমনা- মেঘনা সড়কের পারারবন্ধ স্ট্যান্ডে মজিব আমাদের উপর হামলা করে। এ হামলায় আঃ লতিফ, মজিবুর রহমান, সোহাগ মিয়া, মোশাররফ হোসেনসহ আমাকে আহত করে। এর মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ফের হামলার আতংকে আছি আমরা। মেঘনা থানা অফিসার ইনচার্জ আব্দুল মজিদ বলেন, হামলার ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফের হামলার আশঙ্কা নেই।
অপরপক্ষের মজিব এলাকায় না থাকায় বক্তব্য নেয়া যায়নি।