নাসরীন জাহানঃ জল আমাদের জীবন। চিকিৎসকদের মতে একটি মানুষের শরীরের চাহিদা অনুযায়ী মানুষটিকে পর্যাপ্ত পরিমাণ জল পান করা উচিত। সাধারণভাবে বলা যায় যে একটি মানুষের অন্তত দিনে আট গ্লাস জল পান করা উচিত। তবে যদি জল উষ্ণ হয়?? দেরি না করে জেনে নেওয়া যাক উষ্ণ জল পান করলে কি উপকার আমরা পেতে পারি– উষ্ণ গরম জল ত্বককে আর্দ্র রাখে ফলে ব্রণের সমস্যা দূর হয়। এছাড়াও ত্বকে বলিরেখা পড়তে বাধা দেয়।