॥ স্টাফ রিপোর্টার ॥
মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে তিন শতাধিক অসহায় গরিব রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। দাউদকান্দি বেসরকারী হসপিটাল মালিক ওনার্স এসোসিয়েশন এর উদ্যোগে উপজেলার গৌরীপুর পাতাতা রেস্টুরেন্টের সামনে বিজয় দিবসের দিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ সেবা কার্যক্রম চলে।সেবা নিতে আসা বিভিন্ন রোগীদের সমস্যা অনুযায়ী চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি তাদেরকে ফ্রি ওষুধ বিতরণ করা হয়। ফ্রি চিকিৎসাপত্র ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়েছে। ক্যাম্পে শিশু বিশেষজ্ঞ ছাড়াও চর্ম ও মেডিসিন রোগ বিশেষজ্ঞ চিকিৎসক দলের ৬ সদস্য এলাকার প্রায় তিন শতাধিক অসহায় গরিব রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়। দাউদকান্দি বেসরকারী হসপিটাল মালিক ওনার্স এসোসিয়েশন এর উপদেষ্টা কামাল উদ্দিন, সভাপতি ভিপি আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক ওমর ফারুক পারভেজ, সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :