বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে দাউদকান্দিতে শান্তি সমাবেশ


admin. প্রকাশের সময় : জুন ১০, ২০২৩, ৬:২১ অপরাহ্ণ /
বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে দাউদকান্দিতে শান্তি সমাবেশ

স্টাফ রিপোর্টার,
দেশব্যাপী জামাত বিএনপির সন্ত্রাস নৈরাজ্যের চক্রান্তের প্রতিবাদে দাউদকান্দিতে শান্তি সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠন। আজ শনিবার (১০জুন) বিকাল ৩টায় উপজেলার গৌরীপুর কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর সদর দপ্তরের সামনে এ সমাবেশ করা হয়। গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি(ভারপ্রাপ্ত) সমির আলম সরকারের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জানে আলম রাসেল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন,  গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান মিয়া,  উপজেলা যুবলীগ নেতা মমিনুল হক, আরিফুল ইসলাম বাবুল, ইসমাইল হোসেন, মোঃ সুমন মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক  মোঃ নাসির উদ্দীন, গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ সরকার, উপজেলা তাঁতী লীগের আহবায়ক মোঃ রুবেল,  সদস্য সচিব রুবেল মেম্বার প্রমূখ।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে, ঠিক সেই মুহূর্তে বিএনপি-জামায়াত দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য আর জনগণের জানমালের ক্ষতি করার অপচেষ্টা  চালাচ্ছে । যারা এদেশের বিরুদ্ধে, বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদেরকে রাজপথেই কঠোরভাবে প্রতিহত করবো আমরা। আগামী  ডিসেম্বরের জাতীয় নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
এর আগে গৌরীপুর-হোমনা সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি  গৌরীপুর বাজারের গোমতী সেতু  এবং বাজারের  বিভিন্ন সড়ক পদক্ষিন করে।

শেয়ার করুন