স্টাফ রিপোর্টার
কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও হামদার্দ বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আব্দুল মান্নান জয় বলেন, বাংলাদেশের সঙ্গে যার নাম সর্বাধিক উচ্চারিত হয় তার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি ছিলেন শোষিত মানুষের কণ্ঠস্বর। তিনি মানুষের মধ্যে অসাম্প্রদায়িক চেতনার সুবাতাস ছড়িয়ে দিয়েছিলেন। মানুষের ন্যায্য অধিকার ও গণতন্ত্রের কথা বলতেন বঙ্গবন্ধু। আজ থেকে ৪৫ বছর আগে মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে দেয়ার জন্য ষড়যন্ত্রকারীরা জাতির জনককে সপরিবারে নৃশংসভাবে হত্যা করে। যে নৃশংসতার কোনো তুলনা নেই।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ১৫ আগষ্ট শনিবার বিকেলে কাউয়াদি ফাজিল মাদ্রাসা মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, বাঙালি জাতির জন্য ১৫ আগস্ট তাই একটি শোকাবহ দিন। সেই শোক আমাদের হৃদয়কে উদ্বেলিত করে, জনক হারানোর সে আর্তি আমাদের মথিত করে এবং সে শোক প্রকাশের কোনো ভাষা নেই। কিন্তু শোক মানুষকে এক ধরনের শক্তিও দেয়। তাই শোককে শক্তিতে পরিনত করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে নিতে দ্বিধাদ্বন্দ্ব ভুলে সবেইকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানান তিনি।
দৌলতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাকসুদ জমাদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মহিউদ্দিন শিকদার, সাংগঠনিক সম্পাদক জাকির নেওয়াজ সোহেল, র্অথ বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ কামরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, পদুয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নাছির উদ্দিন, সাবেক চেয়ারম্যান সোলায়মান ও যুবলীগ নেতা শেখ ফরিদ প্রমূখ।
পরে প্রধান অতিথি গরীবদের মাঝে খাবার(খিচুরি) বিতরন করেন।