।।স্টাফ রিপোর্টার ।।
আমি যখন পরিদর্শনে যাব, তখন শিক্ষার্থীদের লাইনে দাড় করিয়ে রাখবেন না । আমাকে ফুল দিবেন না, আপ্যায়নের জন্য কোন খাবারের আয়োজন করবেন না। ফুল এবং খাবারের টাকা প্রতিষ্টানের কাজে বা গরীব শিক্ষার্থীদের জন্য খরচ করবেন। মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন কালে সভাপতি এবং প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন একথা বলেন। তিনি সকাল থেকে দুপুর পর্যন্ত দাউদকান্দি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, শহিদনগর, পেন্নাই, গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দাউদকান্দি উপজেলা স্বাস্থ কমপ্লেক্স পরিদর্শন ও বৃক্ষরোপণ করেন। সেখান ফুলেল শুভেচ্ছা ও শিক্ষার্থীরা অভ্যর্থনা মিছিল দিলে সেটিও প্রত্যাক্ষান করেন। প্রধান শিক্ষকদের বলেন, শিক্ষার্থীদের দিয়ে ভবিষ্যতে এধরনের কোন মিছিলের আয়োজন করবেন না। এসময় সাথে ছিলেন , দাউদকান্দি উপজেলা প শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম, দাউদকান্দি পৌরসভা প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, সুন্দলপুর মডেল ইউপি চেয়ারম্যান আসলাম মিয়াজী, গৌরীপুর ইউপি চেয়ারম্যান নোমান সরকার, দাউদকান্দি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন হাজারী, শেখ রাসেল পরিষদ সভাপতি সানি হাসান ।
আপনার মতামত লিখুন :