স্টাফ রিপোর্টার,
দাউদকান্দিতে ইবরা হাসপাতাল বন্ধ এবং ওই হাসপাতালের আয়া ফাতেমা হত্যার বিচার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী। সোমবার(১৯জুন) দুপুরে গৌরীপুর-মতলব সড়কের ইছাপুর এলাকায় মানববন্ধন করেন এলাকাবাসী। পরে কয়েক শতাধিক লোকজন গৌরীপুরে দাউদকান্দি উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের সামনে বিক্ষোভ মিছিল করেন।
বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ইছাপুর এলাকার ইবরা ডিজিটাল ডায়গনস্টিক এন্ড মেডিকেল সেন্টারে আয়া পদে কাজ করতেন ফাতেমা আক্তার। সে আমাদের ইছাপুর গ্রামের আব্দুল কুদ্দুস খানের মেয়ে। হাসপাতাল মালিকের পাঁচ বছরের মেয়েকে পাশের স্কুল থেকে আনার সময় অটোরিক্সার সাথে ধাক্কা খায়। এজন্য মালিকের স্ত্রী ফাতেমাকে মারধর করেন। এর দুদিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফাতেমার মৃত্যু হয়। এঘটনার পর হাসপাতালের মালিক এবং তার নিবন্ধনহীন প্রতিষ্টানের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি প্রশাসন । আমরা ফাতেমা হত্যার বিচার চাই এবং লাইসেন্স বিহীন ইবরা হাসপাতালটি বন্ধের দাবী জানাচ্ছি।
দাউদকান্দি মডেল থানার ওসি মুহাম্মদ আলমগীর ভূঞা বলেন, ইউডি মামলার মাধ্যমে ফাতেমার মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে। এখন রিপোর্টে যা আসবে, সেই ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত লিখুন :