স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া করোনাকালীন সহায়তা পেয়েছেন কুমিল্লার ৭৩জন সাংবাদিক। বৃহস্পতিবার(৩০ জুলাই) কুমিল্লা টাউনহল মিলনায়তনে সাংবাদিকদের হাতে সহায়তার চেক তুলেদেন কুমিল্লা মহানগর আওয়ামীগ সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধ আ ক ম বাহাউদ্দিন বাহার। এসময় তিনি বলেন, করোন মহামারির শুরু থেকে প্রধানমন্ত্রী শেখহাসিনা দেশের কর্মহীন হওয়া মানুষের জন্য প্রণোদনা ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করে আসছেন। এপর্যন্ত সাত কোটির বেশি মানুষ সরকারী সহায়তার আওতায় এসেছে।
দীর্ঘদিন ধরে কর্মহীন, করোনাকালে চাকরি হারানো বা বেতন না পাওয়া এবং করোনাকালে সামনের সারিতে থেকে সাংবাদিকতা করছেন, কুমিল্লার এমন ৭৩ জন সাংবাদিকের হাতে প্রধানমন্ত্রীর দেওয়া বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এককালীন দশ হাজার টাকার চেক তুলে দেন আ ক ম বাহাউদ্দিন বাহার।
উল্লেখ্য, করোনাকালে প্রধানমন্ত্রীর দেওয়া এ আর্থিক সহায়তা পেয়ে কুমিল্লার সাংবাদিকরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান তথ্যমন্ত্রী হাসান মাহমুদ ও বাংলাদেশ প্রেস ইনিষ্টিটিউট(পিআইবি) এর মহা পরিচালক জাফর ওয়াজেদকেও তারা সাধুবাদ জানিয়েছেন।