প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে দাউদকান্দির ১৩০ ভূমিহীন পরিবার


admin. প্রকাশের সময় : মার্চ ২১, ২০২৩, ১০:২৪ পূর্বাহ্ণ /
প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে দাউদকান্দির ১৩০ ভূমিহীন পরিবার

স্টাফ রিপোর্টার,
দাউদকান্দিতে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর পাচ্ছে ১৩০টি ভূমি ও গৃহহীন পরিবার । উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিনুল হাসান এ তথ্য জানান ।
এ উপলক্ষে সোমবার (২০মার্চ) বিকেলে দাউদকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিনুল হাসান জানান, আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘরগুলোর উদ্বোধন করার কথা রয়েছে। উদ্বোধনের পর ১৩০ জন সুবিধাভোগী পরিবারদের মধ্যে এ ঘরগুলোর চাবি হস্তান্তর করা হবে।
দাউদকান্দি পৌরসভার দোনারচর এলাকায় ৭০ টি,সদর উত্তর ইউনিয়নে ২৮টি, বিটেশ্বর ইউনিয়নে ৮টি ও ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নে ২৪টি ঘর ভূমি ও গৃহহীন পরিবারের নিকট হস্তান্তর করা হবে। প্রেস ব্রিফিংয়ে উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন