।। স্টাফ রিপোর্টার ।।
দাউদকান্দি পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী নাইম ইউসুফ সেইন তার নেতাকর্মীদের নিয়ে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে শো-ডাউন, উঠান বৈঠক, গণসংযোগ ও লিফলেট বিতরণ অব্যাহত রেখেছেন। প্রতিদিন দলীয় নেতাকর্মীদের সমর্থন আর ভালোবাসা নিয়ে এগিয়ে চলেছেন মাঠে।
প্রতিদিন ২-৩টি করে ওয়ার্ডের তালিকা করে ব্যাপক গণসংযোগ করছেন তিনি। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার(২ ফেব্রুয়ারী) ১নং ওয়ার্ডের নুরপুর দৌলতপুর গ্রামে গণসংযোগ করেন। গ্রামের সাধারণ ভোটার থেকে শুরু করে আওয়ামীলীগ ও সহযোগী অংগসংসঠনের নেতাকর্মীরা স্বতস্ফূর্তভাবে অংশগ্রহন করতে দেখা যায়।
আওয়ামী লীগ মেয়র প্রার্থী নাইম ইউসুফ সেইন বলেন, গত পাঁচ বছরে আমি মেয়রের দায়িত্বে থাকাকালীন দাউদকান্দি পৌরসভাকে আধুনিক মানে উন্নয়ন করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। নতুন করে নির্বাচিত হলে পৌরসভাকে আরও আধুনিক, ক্লিন পৌরসভায় রূপান্তরিত করার ইচ্ছা রয়েছে।’
পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ৫৪২। এরমধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৬০২ জন এবং মহিলা ভোটার ১৫ হাজার ৯৪০ জন।আগামী ১৪ ফেব্রুয়ারী ১৭টি ভোট কেন্দ্রের ৮৯টি ভোট কক্ষে এবারই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিনে এখানে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।