স্টাফ রিপোর্টারঃ
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের নির্দেশে সারা দেশে অঘোষিত লকডাউন চলছে। জনগণের যাতায়াত বা চলাচল বন্ধ হয়ে গেছে। সারাদেশের এমন পরিস্থিতিতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নের দিন মজুর , ক্ষুদ্র ব্যবসায়ীরা বেকার হয়ে পড়েছেন।
এমন পরিস্থিতিতে স্থানীয় সাংসদ মেজর জেনারেল(অবঃ) সুবিদ আলী ভূইয়ার নির্দেশে পরিবহন নেতা বিল্লাল মুন্সি ওই ইউনিয়নের অসহায় কর্মহীনদের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন ।
রবিবার বারপাড়া মহিলা কলেজ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ৭৫০ পরিবারের হাতে ইফতার ও খাদ্য সামগ্রী তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অবঃ) মোহাম্মদ আলী সুমন।