। । স্টাফ রিপোর্টার । ।
কুমিল্লার মেঘনা উপজেলার পাঁচ শতাধিক অসহায় দুস্থ্য শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার রাধানগর ইউনয়িনের লক্ষণখোলা হাজি মতিউর রহমান পাঠাঘার ও বয়স্ক শিক্ষা কেন্দ্র কার্যালয়ে পদ্মা মেঘনা গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দিন শিশিরের ব্যাক্তিগত তহবিল থেকে এসব কম্বল বিতরণ করা হয়।
মঙ্গলবার দুপুরে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ সাইফুল্লাহ মিয়া রতন শিকদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায়। এসময় উপস্থিত ছিলেন রাধানগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুর রাজ্জাক , সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ইমাম, আওয়ামীলীগ নেতা খালেক মাষ্টার ও হানিফ মেম্বার প্রমূখ।
ফাউন্ডেশনের চেয়ারম্যান কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোহাম্মদ নাছির উদ্দিন শিশির বলেন, আমার বাবা মরহুম মতিউর রহমানের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে আমার এ উদ্যোগ। সমাজের অবহেলিত, অসহায় ও দুস্থ্যদের সহযোগিতায় বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।