স্টাফ রিপোর্টার,
তিতাসের নারান্দিয়া ইউনিয়নের নৌকা মনোনীত প্রার্থী আরিফুজ্জামান খোকার নির্বাচনী জনসভায় জনতার ঢল নেমেছ। রবিবার বিকাল সাড়ে ৩টায় নারান্দিয়া কাচারী বাজার মাঠে আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ ও বিভিন্ন গ্রাম থেকে আসা মিছিলে মিছিলে মুখরিত জনসভাটি জনসমুদ্রে পরিনত হয়েছে।
ডাঃ আব্দুল বারির সভাপতিত্বে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্নসাধারণ সম্পাদক গোলাম ফারুক রানা, ধর্ম বিষয়ক সম্পাদক মোতাহার হোসেন মোল্লা, তিতাস উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মুন্সি মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য হাজী নাছির উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক সারোয়ার হোসেন বাবু, তিতাস উপজেলা যুবলীগের আহবায়ক ও সদর কড়িকান্দি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ কামাল পারভেজ, বর্তমান সভাপতি একেএম কামরুল হাসান তুষার, সাধারণ সম্পাদক খায়রুল খন্দকার রুবেল, উপজেলা শ্রমিকলীগ সভাপতি সাজ্জাদ শিকদার প্রমূখ।
বক্তারা বলেন, আগামী ১১নভেম্বর নারান্দিয়া ইউনিয়নসহ ৯টি ইউনিয়নের নির্বাচন অনুষ্টিত হবে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকের প্রার্থী আরিফুজ্জামান খোকাকে নির্বাচিত করার আহবান জানান
আপনার মতামত লিখুন :