।। স্টাফ রিপোর্টার ।।
দাউদকান্দি পৌর নির্বাচনে প্রচারণার শেষ মুহুর্তে প্রার্থীদের ব্যস্ততা বাড়ছে। ভোর থেকে রাত পর্যন্ত প্রার্থীরা ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। এর মাঝে প্রার্থীরা জনসংযোগ ও পথসভা করছেন। বুধবার (১০ ফেব্রুয়ারী) বিকেলে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাসানপুর ঈদগা মাঠে আওয়ামী লীগ প্রার্থী নাইম ইউসুফ সেইনের পথসভা জনসভায় রূপ নেয়। আ.লীগ প্রার্থী আসার খবরে কর্মী ও সমর্থকদের ভিড়ে মুহূর্তেই পাল্টে যায় পথসভার চিত্র। বিপুল সংখ্যক নেতাকর্মী ও ভোটারের উপস্থিতিতে পথসভাটি জনসভায় রুপ নেয়। দাউদকান্দি উপজেলা অা’লীগ সভাপতি এ্যাডঃ আহসান হাবীব চৌধুরী লীল মিয়ার সভাপতিত্বে ও হাসানপুর সরকারী কলেজের সাবেক ভিপি অহিদুর রহমানের সঞ্চালনায় নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সভাপতি ম. রূহুল আমিন, সহ-সভাপতি সাংবাদিক মোহাম্মদ শাহজাহান সাধারণ, সম্পাদক রোশন আলী মাষ্টার, আ.লীগ মনোনীত প্রার্থী নাইম ইউসুফ সেইন।
বক্তারা উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, বিগত এক যুগে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের শাসনামলে সারা দেশের সাথে সাথে আপনাদের দাউদকান্দি পৌর এলাকারও অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে যা স্পষ্টত দৃশ্যমান।
জননেত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার বলে অভিহিত করে নেতৃদ্বয় আগামী ১৪ ফেব্রুয়ারি দাউদকান্দি পৌরসভা নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কার প্রার্থী তরুণ প্রতিভাবান রাজনীতিবিদ নাইম ইউসুফ সেইনকে বিপুল ভোটে বিজয়ী করে অধিকতর উন্নয়ন নিশ্চিত করা ও জাতির জনকের স্বপ্ন পূরণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়ার ক্লান্তিহীন প্রচেষ্টার অংশীদার হওয়ার আহবান জানান।এছাড়া উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন শিশির, দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম রাজিব, ধর্ম বিষয়ক সম্পাদক মোতাহার হোসেন মোল্লা। উপজেলা আ’লীগের সাবেক সভাপতি গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাসেম সরকার, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাজাহান মিয়া, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের আহবায়ক সারোয়ার হোসেন বাবু, দাউদকান্দি উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান মাসুদ আলম, খলিল তালুকদার ও নুরে আলম বুলু প্রমূখ।