স্টাফ রিপোর্টার,
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন কুমিল্লা-১আসনের সাংসদ মেজর জেনারেল অবঃ সুবিদ আলী ভুইয়া এমপি। শুক্রবার(৮সেপ্টেম্বর) বিকাল ৫টায় উপজেলার জুরানপুর করিমুন্নেছা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আগত তৃণমূল নেতাকর্মীদের আগামী দ্বাদশ নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহনের আহবান জানিয়ে মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া বলেন, বর্তমান সরকারের উন্নয়ের বার্তা নিয়ে প্রতিটি ঘরে ঘরে যেতে হবে। নৌকার পক্ষে জনমত তৈরি করতে তৃণমূলের সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে এখন থেকেই পাড়া মহল্লায় কাজ শুরু করতে হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থেকে সরকারের উন্নয়ন প্রচার এবং জামাত বিএনপির মিথ্যাচারের প্রতিবাদে সক্রিয় থাকার আহবান জানান। উপজেলা আ’লীগের সভাপতি অ্যাড. আহসান হাবিব চৌধুরী লিল মিয়ার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, এমপির সহধর্মিণী মাহমুদা ভূঁইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মাদ আলী, জেলা পরিষদ সদস্য জেবুন্নেছা জেবু, ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মামুনুর রশিদ মামুন, মারুকা ইউপি চেয়ারম্যান এএসএম শাহজাহান ভূঁইয়া, জিংলাতলী ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, সুন্দলপুর মডেল ইউপি চেয়ারম্যান মো. আসলাম মিয়াজী, বারপাড়া ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম মানিক সওদাগর, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক হেলাল মাহমুদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীন, পদুয়া ইউপি আ’লীগ সভাপতি মো. শাহআলম, পাচগাছিয়া ইউপির চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) মোঃ বাদল। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :