।।স্টাফ রিপোর্টার ।।
দাউদকান্দি পৌরসভা নির্বাচনে ফের নৌকা পেলেন বর্তমান মেয়র নাইম ইউসুফ সেইন। বুধবার (১৩ জানুয়ারি) বিকালে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বোর্ড এই সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের দলীয় সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগেও দাউদকান্দি পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসাবে মেয়র নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামীলীগের কোষাধক্ষ নাইম ইউসুফ সেইন।
চতুর্থ ধাপে দেশের ৫৬টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী চুড়ান্ত করে বাংলাদেশ আওয়ামীলীগ। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক সভায় প্রার্থিতা চুড়ান্ত করা হয়।
দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম ইউসুফ জামিল বাবুর ছেলে সেইন ফের নৌকা পেয়েছেন এই ঘোষণার পর পরই তার সমর্থকরা দাউদকান্দিতে আনন্দ -উল্লাস প্রকাশ করে।
দলীয় মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় নাইম ইউসুফ সেইন বলেন, দীর্ঘদিন ধরেই এলাকা ও দলের জন্য আমি কাজ করছি। দল আমাকে মূল্যায়ন করেছে। এখন দলের সব স্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করবো। তিনি দলীয় সভাপতি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আগামী ১৪ ফেব্রুয়ারি ইভিএম পদ্ধতিতে দাউদকান্দি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।