।। স্টাফ রিপোর্টার ।।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের(গৌরীপুর) জলাবদ্ধতা নিরসনে উপজেলা চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন এর উদ্যোগ গ্রহন। আজ শনিবার বেলা ১১টায় সড়ক ও জনপথ অধিদপ্তর কুমিল্লার নির্বাহী প্রকৌশলী সুনীত চাকমা, কুমিল্লার সিভিল সার্জন ডাঃ মীর মোবারক হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসান উপ-বিভাগীয় প্রকৌশলী(গৌরীপুর) নাজমুস হোসেন সাকিব সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শন কালে কর্মকর্তারা বলেন, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ডের যানজট, জলাবদ্ধতা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জলবদ্ধতা নিরসনে প্রাথমিকভাবে মহাসড়কের দক্ষিন পাশ দিয়ে পাইপ লাইনের মাধ্যমে পুর্ব পেন্নাই সুন্দলপুর সেচ প্রকল্প খালে সংযোগ করার প্রস্তাবনা করেন।উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে কাজটি দ্রুত বাস্তবায়ন করা হবে বলে আশ্বস্ত করেন।
আপনার মতামত লিখুন :