নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয়বার চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আ’লীগের মনোনীত প্রার্থী মেজর (অব:) মোহাম্মদ আলী সুমন । তিনি ১ লক্ষ ৫২ হাজার ২৩০ ভোট পেয়েছেন। অন্যদিকে বিএনপি মনোনীত সাইফুল আলম পেয়েছেন ৪ হাজার ২৩০ ভোট। তিনি জামানত হারিয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৫টায়। ভোটকেন্দ্রগুলোতে আ’লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সরব উপস্থিতিতে নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয়।
সকাল ১০ টায় নিজ এলাকার জুরানপুর কেন্দ্রে ভোট প্রদান করেন কুমিল্লা-১ আসনের সাংসদ মেজর জেনারেল (অব:) সুবিদ আলী ভূইয়া এবং তাঁর সন্তান উপজেলা পরিষদের আ’লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মেজর (অব:) মোহাম্মদ আলী সুমন ।
ঘোষিত ফলাফলে ভাইস-চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী মোঃ তারিকুল ইসলাম (তালা) ৭৬ হাজার ১০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বি মোঃ বিল্লালুর রশিদ দোলন (টিয়া পাখি) পেয়েছেন ৪১ হাজার ২১ ভোট, মোঃ আমান উল্লাহ (চশমা) পেয়েছেন ৩২ হাজার ৫৪৪ ভোট এবং বিএনপি মনোনীত রুহুল আমিন ৪হাজার ২৭৫ভোট পেয়েছেন । মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ লাখ ৫২ হাজার ৫৭২ ভোট পেয়ে দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন রোজিনা আক্তার(প্রজাপতি)। নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত ফরিদা ইয়াসমিন (ধানের শীষ) পেয়েছেন ১০ হাজার ২৭৮ভোট। তিনিও জামানত হারিয়েছেন।
দাউদকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুন নাহার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ১০২টি কেন্দ্রের মধ্যে ১০০টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল আমরা ঘোষনা করেছি। এতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন। স্থগিত হওয়া কেন্দ্রের ভোটের চেয়ে ঘোষিত ভোটের ব্যবধান অনেক বেশি তাই পুননির্বাচনের আবশ্যকতা নাই।