স্টাফ রিপোর্টার
করোনা দুর্যোগ পরিস্থিতিতে সারা দেশের মত কুমিল্লা উত্তর জেলায় কর্মরত সাংবাদিকদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া মানবিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল(অবঃ) সুবিদ আলী ভূইয়া এমপি সহায়তা পাওয়া সাংবাদিকদের হাতে চেক তুলে দেন।
এসময় তিনি বলেন, করোন মহামারির শুরু থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কর্মহীন হওয়া মানুষের জন্য প্রণোদনা ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করে আসছেন। এপর্যন্ত সাত কোটির বেশি মানুষ সরকারী সহায়তার আওতায় এসেছে।
করোনাকালে সামনের সারিতে থেকে সাংবাদিকতা করছেন, দাউদকান্দির এমন ২২ জন সাংবাদিকের হাতে প্রধানমন্ত্রীর দেওয়া বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এককালীন দশ হাজার টাকার চেক তুলে দেন সুবিদ আলী ভূইয়া। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম খান এর সভাপতিত্বে চেক বিতরন অনুষ্টানে উপস্থিত ছিলেন
উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডঃ আহসান হাবীব চৌধুরী লিল মিয়া, দাউদকান্দি প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক জাকির হোসেন হাজারী, পৌরসভার প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন প্রমূখ।
উল্লেখ্য, করোনাকালে প্রধানমন্ত্রীর দেওয়া এ আর্থিক সহায়তা পেয়ে দাউদকান্দির সাংবাদিকরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান তথ্যমন্ত্রী হাসান মাহমুদ ও বাংলাদেশ প্রেস ইনিষ্টিটিউট(পিআইবি) এর মহাপরিচালক জাফর ওয়াজেদকেও তারা সাধুবাদ জানিয়েছেন।