স্টাফ রিপোর্টারঃ
করোনা ভাইরাসের প্রকোপে সারা দেশেই চলছে লকডাউন। কর্মহীন হয়ে পড়েছে নিন্ম আয়ের দিনমজুর পরিবার গুলো।
ঘরে খাবার নেই, বাইরে কাজ নেই, এমন অসহায় মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন দাউদকান্দির দৌলতপুর ইউনিয়নের কাউয়াদি গ্রামের জমাদার পরিবার।
শুক্রবার (১৫ মে) ওই ইউনিয়নের কর্মহীন এক’শ ২৫ পরিবারের মাঝে এক বস্তা করে চাল এবং নগদ টাকা বিতরণ করেছেন।
দৌলতপুর ইউনিয়নের আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মাকসুদ আলম পরিবারবর্গের সহযোগিতায় কর্মহীনদের হাতে চাল এবং নগদ টাকা তুলেদেন।
এসময় তিনি বলেন, গ্রামের কর্মহীন পরিবারদের অসহায়ত্ব দেখে আমরা এ উদ্যোগ গ্রহন করি। আমরা মনে করি দেশের প্রতিটি গ্রামের বিত্তবান ও স্বচ্ছল মানুষদের যার যার সাধ্য অনুযায়ী এগিয়ে আসা উচিত।
এ সময় আরো উপস্থিত ছিলেন মাকসুদ জমাদার এর বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী জনাব মিজানুর রহমান জমাদার, মোসলেম জমাদার, ইতালি প্রবাসী ফারুক জমাদার, হানিফ জমাদার এবং জয়নাল জমাদার প্রমূখ।