স্টাফ রিপোর্টার,
দাউদকান্দির দুই মাদক পাচারকারীকে কুমিল্লা থেকে আটক করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সদর দক্ষিণ মডেল থানার লক্ষীপুর এলাকা থেকে তাদের আটক করা হয় বলে আজ সোমবার দুপুরে র্যাব—১১, সিপিসি—২, কুমিল্লা এর লেঃ কমান্ডার কোম্পানী অধিনায়ক মাহমুদুল হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান।
আটককৃতরা হলেন, জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিন ইউনিয়নের টামটা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মোঃ জহিরুল ইসলাম কামরুল (২৪) এবং একই গ্রামের মৃত সামসু মিয়ার ছেলে মিজান (৩১)। তাদের কাছ থেকে চার কেজি গাঁজা, ৫০(পঞ্চাশ) বোতল ফেন্সিডিল, ২৪টি বিয়ারের ক্যান এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে সিএনজি ব্যবহার করে কুমিল্লার সীমান্তবতীর্ এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা, ফেন্সিডিল ও বিয়ার সংগ্রহ করে জেলার অন্যান্য উপজেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :